টাইব্রেকারে ১ম পেনাল্টি মিস করার আসল কারণ নিজের মুখে জানালেন মেসি!

প্রাচীর হয়ে এমিলিয়ানো মার্তিনেজ না দাঁড়ালে হয়তো আক্ষেপেই পুরতেন লিওনেল মেসি। ১–১ গোলে সমতার ম্যাচে টাইব্রেকারে প্রথম শট নিতে গিয়ে হতাশ করেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। ‘পানেনকা’ শট নিতে গিয়ে ক্রসবারে মেরে বসেন মেসি। তবে সবসময় মেসিকে এ ধরনের শট নিতে দেখা যায় না।

এদিকে ম্যাচ শেষে টাইব্রেকারে মিস করা শট নিয়ে কথা বলেছেন লিও। চোট থেকে ফেরা নিয়েও জবাব দিয়েছেন এই কিংবদন্তি।

মেসির ভাষ্য, ‘আমি এখন ঠিক আছি। কোনো অস্বস্তি নেই। আবার চোটে পড়ার বা অস্বস্তিতে ভোগার মানসিক ভয় সব সময়ই ছিল। তবে পেশিতে কোনো সমস্যা নেই। কোচ জিজ্ঞাসা করেছিল খেলতে প্রস্তুত কি না। আমি হ্যাঁ বলেছি। ওরা ভালো দল। বৈচিত্র্য আছে। শক্তিশালীও। তবে আমরা যেভাবে খেলতে চেয়েছি, পিচের কারণে সেটা পারা যায়নি। এ ধরনের মাঠে খেলা রক্ষণ-নির্ভর দলের জন্য সুবিধাজনক।’

টাইব্রেকারে পানেনকা শট নিয়ে মেসি বলেন, ‘খুব বিরক্ত লেগেছে নিজের ওপর। ভেবেছিলাম কিকটা ভালোই হবে। আমি (দুই গোলকিপার) দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলেছিলাম। এই কিকটা অনুশীলন করা হয়নি, শুধু কথা বলে নিয়েছিলাম। আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারতে, কিন্তু উঁচুতে উঠে গেল।’

মার্তিনেজের প্রশংসায় মেসি বলেন, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্যরকম হয়ে ওঠে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *