পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ প্রাপ্তবয়স্ক প্রায় সব মুসলিমই রোজা পালন করেন। তবে অসুস্থ থাকলে সে ক্ষেত্রে ভিন্ন কথা। আবার রোজা অবস্থায় অনেক সময় অসুস্থতা দেখা দেয় কিংবা চিকিৎসার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে অন্যতম দাঁতের চিকিৎসা। কিন্তু রমজান মাসে দাঁতের সমস্যা হলে অনেকেই দ্বিধায় পড়েন এ নিয়ে যে―রোজা অবস্থায় দাঁতের চিকিৎসা করা যাবে কিনা?
রমজানে রোজা অবস্থায় দাঁতের চিকিৎসা করা যাবে বলে জানিয়েছেন রাজধানী ঢাকার তেঁজগাওয়ের ইমপালস হসপিটালের কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডা. সায়মা আরিফ। এ চিকিৎসক বলেন, রোজা রাখা অবস্থায় বেশিরভাগ দাঁতের চিকিৎসাই করা সম্ভব। যেমন – ফিলিং, রুট ক্যানেল ট্রিটমেন্ট, স্কেলিং, টুথ ওয়াইটেনিং ও আঁকা-বাঁকা দাঁত সোজা করার পদ্ধতি ইত্যাদি।
ডা. সায়মা আরিফ বলেন, এসব ট্রিটমেন্টগুলো করার সময় আমরা হাইভলিউম সাকশন ব্যবহার করে থাকি। এতে পানি অথবা মুখের লালা গলা দিয়ে পেটে যাবার সম্ভাবনা থাকে না। তাই রোজা রাখা অবস্থায় এই ধরনের চিকিৎসা একেবারেই নিরাপদ। এতে রোজা ভাঙার সম্ভাবনা থাকে না।
তিনি বলেন, ব্যথাযুক্ত দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় আমরা বেশিরভাগ সময় রোগীকে লোকাল এনেস্থেসিয়া দিয়ে থাকি। যা শরীরে কোনো প্রকার পুষ্টি যোগায় না। তাই এই ইনজেকশন দিলে রোজা ভাঙার সম্ভাবনা থাকে না।
এদিকে রোজা রাখা অবস্থায় খুব জরুরি না হলে আমরা সাধারণত দাঁতের সার্জিক্যাল প্রোসিডিউরগুলো এড়িয়ে চলে থাকি। কারণ এই পদ্ধতিগুলোতে রক্ত পড়ার সম্ভাবনা থাকে। তবে এই ট্রিটমেন্টগুলো ইফতারের পর সহজেই করা সম্ভব।
Leave a Reply