রমজান হলো তাকওয়া অর্জনের মাস। এই মাসে রোজা রাখা ফরজ, কিন্তু সবার রোজাই যে আল্লাহর দরবারে কবুল হয়, তা নয়। কিছু ভুল ও গুনাহ এমন আছে, যা করলে রোজার প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায় এবং সেই রোজা আল্লাহর কাছে মূল্যহীন হয়ে পড়ে। যেসব কারণে রোজা মূল্যহীন হয়ে যায়-
মিথ্যা কথা বলা ও প্রতারণা করা:
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও তদনুযায়ী কাজ করা পরিত্যাগ করেনি, তার পানাহার পরিত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই।” (বুখারি)
গিবত, পরনিন্দা ও অশ্লীল কথাবার্তা বলা:
হাদিসে এসেছে, “অনেক রোজাদার আছে, যারা সারাদিন উপোস থাকে কিন্তু পানাহার পরিত্যাগ ছাড়া তাদের রোজায় কোনো ফল লাভ হয় না।” (ইবনে মাজাহ)
হারাম উপার্জন করা:
যে ব্যক্তি হারাম পথে উপার্জিত অর্থ দিয়ে ইফতার ও সাহরি করে, তার রোজা আল্লাহর দরবারে গৃহীত হয় না।
অন্যের প্রতি জুলুম ও অন্যায় করা:
রাসুল (সা.) বলেছেন, “রোজা শুধু পানাহার বর্জনের নাম নয়, বরং যাবতীয় অশ্লীল কাজ ও আচরণ থেকে বিরত থাকার নাম।” (বুখারি)
রাগ, ঝগড়া-বিবাদ ও কটূক্তি করা:
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যদি কেউ তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, তাহলে তাকে বলবে, ‘আমি রোজাদার।’” (বুখারি)
নামাজ না পড়া:
রমজান কেবল রোজার মাস নয়, বরং নামাজ, কোরআন তিলাওয়াত ও ইবাদতের মাস। যারা রোজা রেখে নামাজ পড়ে না, তাদের রোজার পূর্ণতা আসে না।
Leave a Reply