free tracking

যে সকল ব্যক্তির রোজা আল্লাহর কাছে মূল্যহীন!

রমজান হলো তাকওয়া অর্জনের মাস। এই মাসে রোজা রাখা ফরজ, কিন্তু সবার রোজাই যে আল্লাহর দরবারে কবুল হয়, তা নয়। কিছু ভুল ও গুনাহ এমন আছে, যা করলে রোজার প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায় এবং সেই রোজা আল্লাহর কাছে মূল্যহীন হয়ে পড়ে। যেসব কারণে রোজা মূল্যহীন হয়ে যায়-

মিথ্যা কথা বলা ও প্রতারণা করা:
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও তদনুযায়ী কাজ করা পরিত্যাগ করেনি, তার পানাহার পরিত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই।” (বুখারি)

গিবত, পরনিন্দা ও অশ্লীল কথাবার্তা বলা:
হাদিসে এসেছে, “অনেক রোজাদার আছে, যারা সারাদিন উপোস থাকে কিন্তু পানাহার পরিত্যাগ ছাড়া তাদের রোজায় কোনো ফল লাভ হয় না।” (ইবনে মাজাহ)

হারাম উপার্জন করা:
যে ব্যক্তি হারাম পথে উপার্জিত অর্থ দিয়ে ইফতার ও সাহরি করে, তার রোজা আল্লাহর দরবারে গৃহীত হয় না।

অন্যের প্রতি জুলুম ও অন্যায় করা:
রাসুল (সা.) বলেছেন, “রোজা শুধু পানাহার বর্জনের নাম নয়, বরং যাবতীয় অশ্লীল কাজ ও আচরণ থেকে বিরত থাকার নাম।” (বুখারি)

রাগ, ঝগড়া-বিবাদ ও কটূক্তি করা:
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যদি কেউ তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, তাহলে তাকে বলবে, ‘আমি রোজাদার।’” (বুখারি)

নামাজ না পড়া:
রমজান কেবল রোজার মাস নয়, বরং নামাজ, কোরআন তিলাওয়াত ও ইবাদতের মাস। যারা রোজা রেখে নামাজ পড়ে না, তাদের রোজার পূর্ণতা আসে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *