free tracking

মেজর জিয়াউর রহমান ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন নাসির উদ্দিন পাটোয়ারী!

জিয়াউর রহমান বা তাহার ফ্যামিলির প্রতি আমার বা আমাদের কোনো জিঘাংসা নাই বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী।

আজ শনিবার (২২ মার্চ) এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

পাটোয়ারী তার পোস্টে উল্লেখ করেন,মেজর জিয়াউর রহমান ভালো মানের সংগঠক এবং স্টেটসম্যান ছিলেন, এ বিষয়ে বাংলাদেশের কোনো মানুষের নুন্যতম সন্দেহের অবকাশ নাই।

কিন্তু ক্ষমতা গ্রহনের পদ্ধতি বা উত্তর ব্লকের কাউকে জিয়াউর রহমানের থেকে উৎসাহ নেওয়ার প্রয়োজন মনে করি না উল্লেখ করে পাটোয়ারী আরো বলেন, গণতান্ত্রিক পদ্ধিতে কেউ ভালো সংগঠক এবং স্টেটসম্যান হওয়ার সুযোগ আমাদের সামনে থাকা উচিৎ বলে আমি মনে করি।

আমাদের লড়াই গ্রাম থেকে উঠে আসা ছেলে মেয়েগুলা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব গ্রহন করুক। মাফিয়া তন্ত্র ও পরিবারতন্ত্র এর বেষ্টনীর বাইরে নতুন সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের সমাজ গড়ে উঠুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *