free tracking

আমার হারানো হাত ফিরিয়ে দিতে হবে, কেন বললেন জুলাইয়ে হাত হারানো আতিকুল!

‘আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না। যদি করা হয়, তাহলে আমার হারানো হাত ফিরিয়ে দিতে হবে। আমাদের প্রায় ২ হাজার ভাইয়ের জীবন ফিরিয়ে দিতে হবে’, বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় একথা বলেন জুলাই আন্দোলনে হাত হারানো আতিকুল গাজী।

এছাড়া, তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, যেভাবেই হোক শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে।

আ. লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’ ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। সংগঠনটি আজ শনিবার (২২ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে।

জুলাই আন্দোলনে আহতদের দাবি, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার পাশাপাশি আওয়ামী লীগকে যাতে কোনোভাবেই পুনর্বাসন করা না হয়।

সূত্র: https://www.youtube.com/watch?v=EZjrnOjb2pc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *