নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সম্প্রতি হাসনাত আব্দুল্লাহর ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ পুনর্বাসন সম্পর্কিত অভিযোগের বিষয়ে মন্তব্য করেছেন। বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে কোনো পরিবর্তন আসবে না এবং দলটি শেখ হাসিনার নেতৃত্বেই কাজ করছে।
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্টে দাবি করেন, ১১ মার্চ দুপুর আড়াইটায় সেনানিবাস থেকে ‘রিফাইন্ড আওয়ামী লীগকে’ রাজনীতিতে পুনর্বাসন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি জানান, তিনজনের কাছে প্রস্তাব দেওয়া হয় যে, আসন সমঝোতার বিনিময়ে তারা এই প্রস্তাব গ্রহণ করতে পারেন। হাসনাত আরও দাবি করেন, একাধিক রাজনৈতিক দল ইতোমধ্যে শর্তসাপেক্ষে এই প্রস্তাব মেনে নিতে রাজি হয়েছে।
বাহাউদ্দিন নাছিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসিকে বলেন, “চলমান বিষয়টি সম্বন্ধে আমার কিছু জানা নেই। কে বলেছে, কারা বলেছে, আমার জানা নেই।” তিনি আরও বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত। তিনি তার দায়িত্ব এখনো পালন করছেন। তার নেতৃত্বেই আওয়ামী লীগ কাজ করছে।”
নাছিম স্পষ্টভাবে জানিয়ে দেন, আওয়ামী লীগে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে কোনো সংশয় নেই এবং “আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে, তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবেন।”
হাসনাত আব্দুল্লাহর মন্তব্য এবং বাহাউদ্দিন নাছিমের প্রতিক্রিয়ার মধ্যে আওয়ামী লীগে নেতৃত্ব পরিবর্তন নিয়ে বিভক্ত মতামত ফুটে উঠছে। তবে, বাহাউদ্দিন নাছিমের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগে শেখ হাসিনার নেতৃত্ব অটুট থাকবে এবং তার নেতৃত্বেই দল এগিয়ে যাবে।
Leave a Reply