free tracking

জামা-জুতা নিয়ে ছাত্রদল নেতার বিদ্রূপ, হাসনাতের কড়া জবাব!

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহর জামা-জুতা নিয়ে তীব্র বিদ্রূপ করেছেন। নিজের ফেসবুক পোস্টে ফারহান হাসনাতকে আক্রমণ করে লেখেন, “হাসনাত ছেলেটার কিছুই হবে না আসলে। ওর যেটা দরকার ছিল (অ্যাটেনশন), সেটা পেয়ে গেছে।” পাশাপাশি, তিনি হাসনাতের জামা-জুতা নিয়েও কটাক্ষ করেন।

ফারহান তার পোস্টে আরও বলেন, “রাষ্ট্রযন্ত্র এতোটাও আ…ল না যে, আপনারা যে আশঙ্কা করছেন সেটা ঘটাবে। আর বাকি রইলো আর্থিক ব্যাপার-স্যাপার। ওগুলোর জন্য সংবাদপত্রের সার্টিফিকেটের দরকার নেই; চেহারা আর জামা-জুতার দিকে তাকালেই বুঝবেন।”

ফারহান আরিফের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কড়া জবাব দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি তার পোস্টের কমেন্টে লেখেন, “ভাই, আপনাদের দেড় দশকেরও বেশি সময়ের স্ট্রাগলকে সম্মান জানাই। এবার আসেন- আমার আর্থিক সাউন্ডনেস নিয়ে আপনি আলাপ দিলেন। কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দেবেন।”

হাসনাত আরও বলেন, “আমার অনুরোধ থাকবে- আমি কিংবা আমার পরিবার, আত্মীয়-স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যেকোনো দুর্নীতি যদি প্রমাণসহ থাকে, তাহলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করুন, প্রয়োজনে মামলা করুন।”

তিনি দৃঢ়ভাবে যোগ করেন, “অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত। সবশেষে- চেহারা আর জামা-জুতার খোটা দিলেন। হাসনাত আবদুল্লাহ ১৭ সাল থেকেই আর্থিকভাবে স্বাবলম্বী। পাঁচ অগাস্টের পর ইনকাম বাড়েনি, বরং কমেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *