free tracking

‘বিদায় শফিকুল আলম ভাই, দ্রুত পালান, পালাবেন কোথায়? এএফপির চাকরিটাও তো আর নাই’

গত ২৩ মার্চ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পদত্যাগ করেছেন, এমন একটি দাবি প্রচার হয়ে আসছে।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পদত্যাগের দাবিটি সঠিক নয় বরং তিনি তার পদে থেকেই দায়িত্ব পালন করছেন।

আজ ২৪ মার্চ একটি গণমাধ্যমে প্রকাশিত ‘প্রেস সচিব শফিকুল আলমের পদত্যাগের দাবিটি ভুয়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রদিবেদনে ছবি হিসেবে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামের একটি ফেসবুক পেজের একটি পোস্টের স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে, যেখানে লেখা ছিল ‘সবাই পল্টি নিচ্ছে, এবার খেলা শেষ। প্রেস সেক্রেটারি শফিকুল ওরফে গণশত্রুর পদত্যাগ’।

তরুণ লেখক জুবায়ের ইবনে কামাল ফেসবুকে প্রেস সচিব শফিকুল আলমকে ট্যাগ করে এই প্রতিবেদনের একটি ফটোকার্ড শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন ‘বিদায় Shafiqul Alam ভাই। দ্রুত পালান, পালাবেন কোথায়? এএফপির চাকরিটাও তো আর নাই।’

তার এই পোস্টটি প্রেস সচিব শফিকুল আলমও তার নিজ ফেসবুক আইডি থেকে শেয়ার করেছেন।

সূত্র: https://www.facebook.com/share/1DXz8iw4Vx/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *