free tracking

ব্রাজিলকে হারিয়ে বাংলাদেশী ভক্তদের যা বললেন আর্জেন্টাইন তারকা!

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বিধ্বস্ত করে আনন্দের জোয়ারে ভাসছেন আর্জেন্টিনার ফুটবলাররা। এমন মুহূর্তেও বাংলাদেশকে মনে রাখলেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের তারকা এঞ্জো ফার্নান্দেজ। নিজের ফেসবুক পেজে এক বার্তায় বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, ‘এই জয় আপনাদেরও’।

ব্রাজিল মহারণে নামার আগেই বড় সুখবর পেয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে পরবর্তী তথা ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে লিওনেল মেসির দল। সেই উচ্ছ্বাসেই কি না, ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে ওঠে আলবিসেলেস্তেরা।

টানা ৬ বছর ধরে আর্জেন্টিনাকে না হারানো দলটা আরও একবার হারল ৪-১ গোলের বড় ব্যবধানে। অথচ চোটের কারণে আর্জেন্টিনা পায়নি অধিনায়ক লিওনেল মেসি, পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজের মতো তারকাদের।

এই ম্যাচের আগে আর্জেন্টিনাকে রীতিমত হুমকি দিয়ে রেখেছিলেন ব্রাজিল বার্সা ফরোয়ার্ড রাফিনিয়া। নিজেও ছিলেন দারুণ ছন্দে। আগের ম্যাচেও ছিল বেশ ভালো এক জয়। সেই আত্মবিশ্বাস থেকেই কি না রাফিনিয়া বলে বসলেন, আর্জেন্টিনাকে অবশ্যই হারাবে ব্রাজিল। আর শুধু সেটাই না, তিনি নিজেও গোল করবেন ম্যাচে। কিন্তু খেলা যখন মাঠে গড়াল, তখন দেখা গেল একেবারেই উলটো এক চিত্র।

আর্জেন্টিনার ব্রাজিল বধের অন্যতম নায়ক চেলসির তারকা এঞ্জো ফার্নান্দেজ। ম্যাচের দ্বাদশ মিনিটে নিজে গোল করার পাশাপাশি ৩৭তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের লক্ষ্যভেদে অ্যাসিস্ট করেন তিনি। ম্যাচ শেষেই রাফিনিয়াকে তোপ দেগেছেন এঞ্জো। ফেসবুকে তার নামে ভেরিফায়েড একটি পেজে রাফিনিয়াকে নিয়ে এঞ্জো লিখেছেন, ‘পরেরবার বিনয়ী থেকো রাফিনিয়া।’

এরপর আরও কয়েকটি পোস্ট দেওয়া হয় ওই পেজটি থেকে। যেখানে বাংলাদেশকেও নিয়ে ছিল একটি। নিজের উদযাপনের ছবির সঙ্গে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা পাশাপাশি রেখে এঞ্জো লিখেছেন, ‘এমন অবিশ্বাস্য সমর্থন ও বার্তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’

প্রসঙ্গত, এঞ্জোর নামের ভেরিফায়েড এই পেজ থেকে আগেও বাংলাদেশ নিয়ে পোস্ট করা হয়েছে। যেখানে বাংলাদেশি সমর্থকদের প্রতি মেসির এই সতীর্থর ভালোবাসাই ফুটে উঠেছে বারবার। হাজার মাইল দূরের আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের নিবেদনের খবর এখন আর অজানা নয় কারোরই। মেসি-মার্টিনেজরাও অবগত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *