free tracking

আর্জেন্টিনায় লজ্জাজনকভাবে হারের পর যা বললেন: ব্রাজিল কোচ

আগামী বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এমন সুখবর নিয়ে মাঠে নামার পর ব্রাজিলকে কোনভাবেই দাঁড়াতে দেয়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। জিতে পয়েন্ট টেবিলে আরও সামনে এগোনো হলো না ব্রাজিলের। বড় ব্যবধানে হারার পর ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র বলেছেন, পরিকল্পনা কাজ করেনি।

হারের পর ৬২ বর্ষী ডোরিভাল জুনিয়র বলেছেন, ‘আজকের ম্যাচ নিয়ে আমাদের যে পরিকল্পনা ছিল, প্রথম মিনিট থেকেই সেটা কাজ করেনি। যা হয়েছে সেটা আমাকে স্বীকার করতে হবে। প্রতিপক্ষ আমাদের খেলাতে থাকার সুযোগই দেয়নি এবং তাদের প্রাপ্য জয় তুলে নিয়েছে।’

‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হার এবং আমরা একটি জটিল প্রক্রিয়ার মধ্যে সময় পার করছি। কিন্তু আমার কোনো সন্দেহ নেই যে, এ অবস্থা থেকে আমরা উত্তোরণ করব।’

লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৪ ম্যাচ খেলা আলবিসেলেস্তেদের পয়েন্ট ৩১, ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইকুয়েডর। সমান ২১ পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে এবং ব্রাজিল নেমে গেছে চারে। ফিফার চলতি আন্তর্জাতিক বিরতিতে দুদলই নিজের প্রথম ম্যাচে জিতেছিল। ব্রাজিল হারিয়েছিল কলম্বিয়াকে, আর্জেন্টিনা হারিয়েছিল উরুগুয়েকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *