free tracking

তামিম আর নেই, প্রথম খবর দেয়া হয়েছিলো আকরামদের!

বাংলাদেশ ক্রিকেটের তারকা ব্যাটসম্যান তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার ঘটনায় দেশজুড়ে তৈরি হয়েছিল উদ্বেগ। গত সোমবার (২৪ মার্চ) বিকেলে মোহামেডান-শাইনপুকুর ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেয়ার সময় এক বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ে, যা বিসিবি পরিচালক আকরাম খানকে চরম আতঙ্কে ফেলে দেয়।

বুধবার (২৬ মার্চ) মিরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত লাল-সবুজ দলের টি-টেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আকরাম জানান, তামিমের অসুস্থতার খবর পেয়ে তিনি ভীষণ ভয় পেয়েছিলেন। আকরাম বলেন, ‘আমাকে বলা হয়েছিল, তামিম আর নেই! মুহূর্তের মধ্যে মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। তৎক্ষণাৎ রওনা দিলাম, কিন্তু পথ যেন শেষ হচ্ছিল না। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল, সব ঠিক তো?’

বিকেএসপির তিন নম্বর মাঠে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় বুকে ব্যথা অনুভব করেন তামিম। সঙ্গে সঙ্গে তাকে বিকেএসপির কাছাকাছি কেপিজে হাসপাতালে নেয়া হয়। এ সময় মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম সিপিআর প্রদান করেন। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তামিমের অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি ও স্টেন্টিং করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আবু জাফর তামিমের দ্রুত চিকিৎসার জন্য কেপিজে হাসপাতালের প্রশংসা করেন। আকরামও চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছে বলেই তামিমের জীবন রক্ষা পেয়েছে।’

বর্তমানে তামিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। আকরাম জানান, আগামী দুই-তিন দিন অবস্থা স্থিতিশীল থাকলে তামিমকে বাসায় নেয়া হবে এবং পরবর্তী চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরিকল্পনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *