নিজস্ব প্রতিবেদক: চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আজকের স্বাধীনতা দিবসে আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। বাংলাদেশের মানুষ বিভিন্ন সময়ে, নানা সংগ্রামে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার অর্জনের জন্য। সেই সংগ্রাম থেকেই আমাদের স্বাধীনতা এসেছে, এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান তার ধারাবাহিকতা।
নাহিদ ইসলাম আজকের দিনে দেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন, “আমাদের স্বাধীনতা বারবার বেহাত হয়েছে, আর তার জন্য আমরা বারবার রক্ত দিয়েছি।” তিনি বলেন, জনগণের প্রতি একটাই আশা, আর রক্ত না দিতে হোক, দেশের উন্নতি ও গণতন্ত্রে অধিকার যেন প্রতিষ্ঠিত হয়।
স্বাধীনতা দিবসের এদিনে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে তিনি ৭১ সালের সংগ্রামের সাথে যুক্ত করেছেন। “৭১ এর যে স্পিরিট ছিল, তা ২৪ সালে পুনর্জীবিত হয়েছে,”—এমন মন্তব্য করে তিনি জানান, ৭১-এ যা অর্জন করা সম্ভব হয়নি, তা ২০২৪-এ আবার নতুন করে লড়াইয়ের মাধ্যমে অর্জিত হতে পারে।
বিএনপি নেতার মন্তব্যের প্রতি তার প্রতিক্রিয়া ছিল কঠোর। তিনি বলেন, “৭১ এবং ২৪ আলাদা কিছু নয়। ২৪ এর গণঅভ্যুত্থান ৭১ এর স্বাধীনতার স্পিরিটকে পুনরায় জাগ্রত করেছে।” তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং শাসন ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন, যাতে জনগণ আর কখনও রাস্তায় নামতে বাধ্য না হয়।
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং স্বাধীনতার অর্জনকে কখনও হারাতে হবে না।” তিনি ক্ষমতার লোভে নির্বাচন চাপিয়ে দেওয়া, বিচার এবং সংস্কারের প্রশ্নকে পাশ কাটানোর বিরুদ্ধে সতর্ক করেছেন।
তিনি শেষ পর্যন্ত বলেন, “জাতীয় ঐক্য বিনষ্ট হওয়া উচিত নয়।” দেশের স্বার্থে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
Leave a Reply