এ বছর চাঁদ দেখার উপর ভিত্তি করে ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদ হতে পারে। স্বাভাবিকভাবেই এটি চিন্তার বিষয় যে ঈদের আগে, ঈদের দিন এবং ঈদের পরবর্তী কিছুদিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে? হবে কি বৃষ্টি? বাড়বে কি তাপমাত্রা?
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, ২৩ মার্চের পর থেকে গরম শুরু হবে এবং কয়েক দিনের মধ্যেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঈদের দিনও তাপমাত্রা বেশ বাড়তে পারে। এ সময় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আবার, যেদিন বৃষ্টি হবে, তেমন দিনে তাপমাত্রা অতটা না বাড়লেও গরম অনুভূতি থাকবে।
তিনি আরও বলেন, কালবৈশাখী ঝড়ের সময় এমন গরম এবং বৃষ্টি হওয়া সাধারণ ঘটনা। এই সময়ে হঠাৎ ঝড়ও হতে পারে।
কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস কত সময় আগে দেওয়া সম্ভব জানতে চাইলে তিনি বলেন, “কালবৈশাখী ঝড় ফর্ম হওয়ার প্রায় ৩০ মিনিট আগে এটি সঠিকভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব।”
আবহাওয়া অধিদপ্তরের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক বা দুইটি মৃদু অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার ফলে তাপমাত্রা আরও বাড়বে।
Leave a Reply