free tracking

এবার এমপি পদ ফেরত চেয়ে ফেসবুকে যা লিখলেন হিরো আলম!

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

আদালতের এই রায়ের প্রতিক্রিয়া হিসেবে এবার এমপি পদ ফেরত চাইলেন আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলম ঢাকা-১৭, বগুড়া-৪, ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’

উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। আরাফাতের ২৮ হাজার ৮১৬ ভোটের বিপরীতে তিনি পেয়েছিলেন ৫ হাজার ৬০৯ ভোট।

সূত্র: https://www.facebook.com/share/1AgyS5Aj7p/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *