free tracking

অভিযান পরিচালনাকালে বাসযাত্রীকে ভোক্তা অধিকার কর্মকর্তাঃ ‘এই, আপনার কী হইছে? সাংবাদিকের কি অভাব আছে, আপনি মোবাইল খুলছেন কেন?’

রাজধানীর গুলিস্তান থেকে ‘ইলিশ এক্সক্লুসিভ’ নামের একটি বাস থামিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা, তা জানতে যাত্রীদের সাথে কথা বলতে বাসে ওঠেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা। তার সাথে একজন সহযোগী এবং একজন পুলিশ সদস্য ছিলেন।

গুলিস্তান থেকে ছেড়ে মুন্সীগঞ্জের বালিগাঁওগামী ওই বাসটির টিকিটে ভাড়া হিসেবে ১০০ টাকা লেখা থাকলেও যাত্রীরা এবং বাসচালক ১২০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে বলে জানান।

যাত্রীদের সাথে ভোক্তা অধিকার কর্মকর্তার কথোপকথনকালে ক্যামেরা ও মাইক্রোফোন হাতে কয়েকজন সাংবাদিক সেখানে ভিডিও ধারণ করছিলেন। তখন হঠাৎ বাসের এক যাত্রী তার মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলে তা দেখে মেজাজ হারান অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওই নারী কর্মকর্তা।

তিনি ভিডিও ধারণকারী ওই যাত্রীকে প্রশ্ন করেন, ‘এই, আপনার কী হইছে? সাংবাদিকের কি অভাব আছে, আপনি মোবাইল খুলছেন কেন?’ এরপর সাথে থাকা পুলিশ সদস্যকে তিনি ওই যাত্রীর মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভিডিওটি ডিলিট করতে বলেন।

ওই যাত্রীর উদ্দেশ্যে বলেন ভোক্তা অধিকার কর্মকর্তা আরও বলেন, ‘এইগুলো কী ধরনের আচরণ? আপনি কি সাংবাদিক? একটা মোবাইল পেলেই হয় খালি। যাকে খুশি যখন-তখন আপনারা ভিডিও করে বেড়ান। এগুলো বাজে আচরণ।’

দেখতে ভদ্রলোক মনে হচ্ছে জানিয়ে ভোক্তা অধিকার কর্মকর্তা তাকে বলেন, ‘আপনি যতদিন নিজে ভালো না হবেন, কোনোকিছুই পরিবর্তন হবে না।’

সূত্র: https://www.youtube.com/watch?v=wnyu-dUYGLY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *