free tracking

২২ রান তুলতেই নেই ৭ উইকেট, হারলো পাকিস্তান!

৩৪৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে জয়ের কক্ষপথেই ছিল পাকিস্তান। ২৪৯ রানের মাথায় যখন চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বাবর আজম আউট হলেন, তখন জয়ের জন্য ৬৮ বলে ৯৬ রান দরকার পাকিস্তানের। হাতে ৬ উইকেট। তবে শেষ ২২ রান তুলতেই সবকটি উইকেট ২৭১ রানে অলআউট হয় রিজওয়ানের দল।

তাতেই নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে হার জুটেছে ৭৩ রানের।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৩ উইকেট হারালেও ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যানের ১৯৯ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ৭৬ রানে মিচেল বিদায় নিলেও ঠিকই সেঞ্চুরি তুলে নেন চ্যাপম্যান। ১১১ বলে ১৩২ রান করেন তিনি।

আর শেষ দিকে অভিষিক্ত মোহাম্মদ আব্বাসের ২৬ বলে ৫২ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান তুলে নিউজিল্যান্ড।
রান তাড়ায় পাকিস্তানের দুই ওপেনার উসমান খান ও আবদুল্লাহ শফিক মিলে ১২.৪ ওভারে ৮৩ করে ভালো শুরু এনে দেয় পাকিস্তানকে। ৩৩ বলে ৩৯ রান করেন উসমানের বিদায়ের পর ৫ রান যোগ করতেই ফেরেন শফিক। ৩৬ রান করেছেন তিনি।

এরপর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও বাবর ৭৬ রানের জুটি গড়েন। রিজওয়ান ৩০ রান করে ফিরলে সালমানকে নিয়ে বাবর গড়েন ৫৯ বলে ৮৫ রানের জুটি। এই জুটিই মূলত পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখায়। তবে বাবরের বিদায়ের পর পাকিস্তানের ইনিংসে নামে নাটকীয় ধস। হুড়মুড় করে ভেঙে পড়ে উইকেট।

৩৪ বলের মধ্যে ২২ রানে ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় ২৭১ রানে। পাকিস্তানের ব্যাটিং লাইনআপের শেষ ছয়জন মিলে করেন স্রেফ ৩ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *