আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হবে বলে জানিয়েছেন সৌদি আরবের বিশিষ্ট জ্যোতির্বিদ বদর আল ওমাইরা। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, ওই দিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর চন্দ্র সংযোগ ঘটবে, ফলে খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা সম্ভব হবে না। খবর গালফ নিউজের।
ফলে এবার ৩০টি রমজান হতে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ৩১ মার্চ।
সাধারণত সৌদি আরব ও অন্যান্য আরব ও ইসলামিক দেশগুলো শাওয়াল মাসের শুরু নিশ্চিত করতে চাঁদ দেখার ওপর নির্ভর করে।
আবুধাবি ভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারও আগে জানিয়েছে, ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা পূর্বাঞ্চল থেকে অসম্ভব এবং আরব ও ইসলামিক বিশ্বের অন্যান্য অংশেও কোনো পর্যবেক্ষণ পদ্ধতিতে চাঁদ দেখা সম্ভব হবে না। সুতরাং, যদি ২৯ মার্চ চাঁদ দেখা না যায় তবে এবার রোজা হবে ৩০টি এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার ৩১ মার্চ। তবে যদি চাঁদ দেখা যায়, তাহলে ঈদুল ফিতর রোববার, ৩০ মার্চ উদযাপিত হবে
Leave a Reply