free tracking

৩ দেশে ঈদের তারিখ ঘোষণা!

আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়। আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে এই তিন দেশে। শনিবার (৩১ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ায় আজ চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে।

এদিকে মালয়েশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী, সোমবার (৩১ মার্চ) দেশটিতে ঈদ উদযাপিত হবে এবং এ বছর দেশটিতে ৩০টি রোজা পূর্ণ হবে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ আশা করছে, আগামীকাল রবিবার খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।

এ ছাড়া ভারতেও আগামী সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপন করা হবে।

দেশটির ইসলামিক কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার দক্ষিণ এশিয়ার এই দেশটিতে খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। তবে আজ (শনিবার) দেশটিতে ২৮ রমজান পালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *