ছাত্রদলের এক নেতা তার অফিসে বসে আছেন। তাকে ঘিরে আছে প্রায় ত্রিশজন যুবক। নেতার সামনে রয়েছে এক হাজার ও পাঁচশো টাকার বান্ডেল। নেতা যুবকদের হাতে টাকা তুলে দিচ্ছেন। এমন একটি দৃশ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ তার ব্যক্তিগত ফেসবুক পেইজে এই ভিডিওটি পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “সালামি শুধু উপহার নয়, এটি ঈদের খুশির প্রতীক।” ভিডিওটি প্রকাশের পর নারায়ণগঞ্জে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পাঞ্জাবি পরিহিত মাসুদ প্রত্যেক যুবকের হাতে টাকা তুলে দিচ্ছেন এবং একটি যুবককে টাকা গনতে সাহায্য করতে দেখা যাচ্ছে। নেটিজেনদের মধ্যে এই টাকার উৎস নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে ‘চাঁদাবাজির অর্থ’ বলে উল্লেখ করেছেন। এমনকি মন্তব্য দেখে মনে হচ্ছে, “অবশ্যই আট মাস ধরে ক্ষমতার সর্বোচ্চ সুবিধা নিয়ে এমনভাবে কর্মীদের মধ্যে টাকা বিতরণ করা যায়।”
তবে এই সমস্ত অভিযাগ অস্বীকার করে মাসুদ দাবি করেছেন, “টাকাগুলো আমার ওয়াইফাই ও ডিস লাইনের ব্যবসার লাভের অংশ। আমি ১৫-১৬ বছর ধরে এই ব্যবসা করছি। প্রতি বছর কর্মীদের পাঞ্জাবি কিনে দিই, কিন্তু এবার সময় বা সুযোগ না পাওয়ায় সরাসরি টাকা বিতরণ করেছি।”
Leave a Reply