free tracking

আপা ছাড়া ঈদ! বড়ো আনন্দময়! : আসিফ নজরুল!

আপা ছাড়া ঈদ! বড়ো আনন্দময়! বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ রবিবার (৩০ মার্চ) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আসিফ নজরুল এ মন্তব্য করেছেন।

আসিফ নজরুল তার পোস্টে বলেন, আপা ছাড়া ঈদ! বড়ো আনন্দময়!শিল্পকলা একাডেমি।

আসিফ নজরুলের পোস্টে নুরুজ্জামান নামে একজন লেখেন, খুব সুন্দর অসাধারণ একটা আয়োজন।

শাহেন নামে আরেকজন লিখেন, আপাকে ছাড়া ঈদ আমার একদম ভালো লাগে না হাহাহা এটাই বাস্তব।

করিম নামে একজন লিখেছেন, ঠিক বলেছেনপবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *