free tracking

পরীমনির বিরুদ্ধে মারধরের অভিযোগ, ন্যান্সির বিস্ফোরক স্ট্যাটাস!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী মারধরের অভিযোগ ওঠে সম্প্রতি। জানা যায়, তার এক বছরের কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মী পিংকি আক্তারকে মারধর করেন পরীমনি। এই ঘটনায় পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন, যা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ পায়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয় এবং পরীমনি চরম বিতর্কের মধ্যে পড়েন।

তবে এই পরিস্থিতিতে পরীমনির পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গৃহকর্মীদের বিষয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ন্যান্সি, যেখানে তিনি নিজে গৃহকর্মীদের সঙ্গে কিছু নেতিবাচক অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন।

ন্যান্সি তার পোস্টে লিখেছেন, “গৃহকর্মী নির্যাতিত হয় যেমন সত্যি, ঠিক তেমনি কিছু গৃহকর্মীর দ্বারা গৃহকর্ত্রীও কম সমস্যার মুখোমুখি হন না! আমার পুরো বাসায় সিসি ক্যামেরা আছে শুধু মাত্র গৃহকর্মীর মিথ্যা হয়রানি থেকে বাঁচার জন্য!” তিনি আরও বলেন, “বছর দশেক আগে আমার বাসার গৃহকর্মী বাসার দারোয়ান এর সাথে পালিয়ে যায়। গৃহকর্মীর পরিবার তাদের মেয়ে গুম হয়েছে অভিযোগ তুলে মোটা টাকা দাবি করে। আমি সরাসরি পুলিশের শরণাপন্ন হই এবং তাদের আন্তরিক সহযোগিতায় ঘন্টা দুয়েকের মাথায় পলাতক গৃহকর্মী তার প্রেমিক সহ উদ্ধার হয়। পরে জানতে পারি, আমাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা পূর্ব পরিকল্পিত।”

অন্য এক অভিজ্ঞতার কথা উল্লেখ করে ন্যান্সি বলেন, “দুই বছর আগে আমার ছোট্ট মেয়েটাকে দেখাশোনার জন্য এজেন্সি থেকে যে মেয়েটাকে এনেছিলাম সে তার বোনের সাথে মিলে আমার বিয়ের গয়না এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর স্বর্ণপদক চুরি করে। থানায় অভিযোগ দায়ের করার পর উল্টো গৃহকর্মী আমার নামে নির্যাতনের অভিযোগ তোলার চেষ্টা করে। আমি সিসি ক্যামেরার বদৌলতে হয়রানির হাত থেকে বেঁচে যাই।”

এছাড়াও ন্যান্সি তার পোস্টে লেখেন, “বেতনের বাইরে যতোই দেইনা কেন তাদের খুশি করা যায়না। মন চাইলে কাজে আসে, অন্যথায় আসেনা। গত বছর ফেব্রুয়ারী মাসে পুরো বাসার সিংহ ভাগ ফার্নিচার বদলাই। আগের সব আসবাব আমার বাসার রান্নার মহিলা ট্রাক ভর্তি করে নিয়ে যায়, আমিও ভাবলাম এবার হয়তো সে আর কাজে ফাঁকি দিবেনা। কিন্তু তার চাহিদা এখন আর হাজারের ঘরে রইলো না, লাখের ঘরে চলে গেলো!”

সবশেষে ন্যান্সি সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান, “সংবাদ মাধ্যম একটু সংবেদনশীল হোন। সব কিছুতে বাণিজ্য দেখবেন না। নির্যাতিতার পরিচয় গৃহকর্মীও হতে পারে আবার গৃহকর্ত্রীও হতে পারে। সত্যিকারের ভুক্তভোগীর পাশে দাঁড়ান। পরীমনির মত এমন আরও তারকাদের ঘাড়ে ভর করে আর কত শিরোনাম বেচবেন বলুন! আপনাদেরও নিশ্চই কিছু দায় আছে, তাইনা?”

এদিকে, পরীমনি বিষয়টি নিয়ে শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে বলেন, তার হাতে সব প্রমাণ আছে, কিন্তু তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই সেগুলো সোশ্যাল মিডিয়ায় দিতে চান না। তিনি মিডিয়া ট্রায়াল বন্ধ করারও আহ্বান জানান।

এ ঘটনা এখন ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং অনলাইনে পরীমনি ও ন্যান্সির ব্যাপারে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *