free tracking

ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন ওবামা!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কেন্দ্রীয় সরকার পুনর্গঠন, অভিবাসন নীতি, ভিন্নমত দমন এবং সংবাদমাধ্যম ও আইনগত প্রতিষ্ঠানগুলোর প্রতি ট্রাম্পের হুমকির প্রচেষ্টার জন্য তিনি তীব্র নিন্দা জানিয়েছেন।

হ্যামিল্টন কলেজে এক সাক্ষাৎকারে ওবামা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। এনবিসি নিউজে শনিবার (০৫ এপ্রিল) প্রকাশিত এই সাক্ষাৎকারে ওবামা বলেন, “ট্রাম্পের একাধিক শুল্ক আরোপ করা আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না।”

একইসাথে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে হুমকি দিচ্ছে যে, যদি বিক্ষোভকারী শিক্ষার্থীদের নাম প্রকাশ না করা হয়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি খুবই উদ্বেগজনক।”

ওবামা আরও মন্তব্য করেন, “ভাবুন তো, আমি যদি এগুলোর কোন একটা করতাম! কল্পনাও করা যায় না যে, যারা এখন চুপ করে আছেন, তারা ট্রাম্পের মত আচরণ আমার কিংবা আমার পূর্বসূরিদের কাছ থেকে সহ্য করতেন।”

তিনি উল্লেখ করেন, “হোয়াইট হাউস মার্কিন নাগরিক অধিকার হরণের চেষ্টা জোরদার করেছে এবং যারা বাকস্বাধীনতা চর্চা করছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। ট্রাম্প আইন পেশার সঙ্গে জড়িতদের প্রতিও হুমকি দিচ্ছেন। এ ধরনের আচরণ আমেরিকার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।”

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের পক্ষে প্রচারণা চালানো সত্ত্বেও ওবামা আগেই সতর্ক করেছিলেন যে, ট্রাম্প পুনর্নির্বাচিত হলে তা দেশটির জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তিনি বলেছিলেন, “ট্রাম্প শুধু হাস্যকর আচরণ করেন। তবে এ কারণে এটি ভাবা উচিত নয়, তার প্রেসিডেন্সি বিপজ্জনক হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *