free tracking

পিএসএলে রিশাদের ঝড়, পাত্তা পেলো না মুস্তাফিজ ও সাকিব!

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এ বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়ছেন ক্রিকেট বিশ্বে। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে চার ওভারের স্পেলে প্রথম দুই ওভারে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট—শান মাসুদ, ইরফান খান ও আব্বাস আফ্রিদিকে। যদিও পরের দুই ওভারে কিছুটা খরুচে ছিলেন (১১ ও ১২ রান), তবুও শুরুতেই দলের জন্য বড় সাফল্য এনে দেন তিনি।

রিশাদের এই পারফরম্যান্সে মুগ্ধ ধারাভাষ্যকাররা তাঁর স্পিন ও কন্ট্রোলের প্রশংসা করেছেন। এর মধ্য দিয়ে তিনি পিএসএলে নিজের উইকেট সংখ্যা নিয়ে গেছেন ৬-এ, যা বাংলাদেশের কোনো বোলারের এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ। এখন পর্যন্ত পিএসএলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭ উইকেট আছে মাহমুদউল্লাহ রিয়াদের, যা ২০১৬-১৭ মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে তিনি অর্জন করেছিলেন। সেই রেকর্ড ছোঁয়া এখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।

এছাড়াও রিশাদ ইতোমধ্যে ছাড়িয়ে গেছেন পিএসএলে বাংলাদেশের সেরা তিন বোলার—সাকিব আল হাসান (৮ উইকেট), মাহমুদউল্লাহ রিয়াদ (৮ উইকেট) এবং মুস্তাফিজুর রহমানের (৪ উইকেট)—মধ্যে মুস্তাফিজকে এবং এক আসরে মুস্তাফিজ ও সাকিবের আগের সেরা পারফরম্যান্সকে। আর এবারের আসরে তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি, যার ফলে তার মাথায় উঠেছে ‘ফজল-এ-মাহমুদ ক্যাপ’। এই কৃতিত্ব আগে কখনও কোনো বাংলাদেশি পায়নি।

লাহোর কালান্দার্সের হয়ে রিশাদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে সমানতালে সঙ্গ দিয়েছেন ব্যাটসম্যান ফখর জামান (৭৬ রান) ও ড্যারিল মিচেল (৭৫ রান)। বোলিংয়ে শুরুতে শাহীন আফ্রিদি এবং মাঝপথে রিশাদ-সিকান্দার রাজার স্পিন আক্রমণেই ভেঙে পড়ে করাচির ব্যাটিং লাইনআপ।

আগামী ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে রিশাদের পরবর্তী ম্যাচ। যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, তবে রিশাদ হোসেন খুব শিগগিরই পিএসএলে বাংলাদেশের সর্বকালের সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন—এমনটাই আশা ক্রিকেটপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *