free tracking

ড.ইউনুস সরকারের কর্মকান্ড নিয়ে যা বললেন সাকিব!

বাংলাদেশে চলমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে এবার মুখ খুললেন দেশের অন্যতম সফল ক্রিকেটার সাকিব আল হাসান। রাজনৈতিক অস্থিরতা ও একটি হত্যাকাণ্ডের মামলায় দেশের বাইরে থাকা এই তারকা ক্রিকেটার জানিয়েছেন, সরকারের সদিচ্ছা তিনি দেখতে পাচ্ছেন, তবে সময়ই বলে দেবে তারা কতদূর যেতে পারবেন।

এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “আমি নিশ্চিত, তারা সদিচ্ছা নিয়েই কাজ করছে। তবে সময়ই বলে দেবে তারা কতদূর যাবেন। প্রকৃতির নিয়ম এমনই— ১০ বছর হোক, ২০ বছর হোক, কেউই চিরকাল ক্ষমতায় থাকতে পারে না।”

সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া সাকিব বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, তবে দেশের মাটিতে খেলে ক্যারিয়ার শেষ করার ইচ্ছা তার প্রবল। তিনি বলেন, “এখন আমার প্রধানতম স্বপ্ন হচ্ছে দেশের মাটিতে খেলে অবসরে যাওয়া। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি এখনও।”

এর আগে তিনি মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে অবসর নিতে চাইলেও শেষ মুহূর্তে জনরোষের মুখে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। এখনো সেই অসম্পূর্ণ স্বপ্নটিকে বাস্তব করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

“যখন বুঝতে পারলাম এত চাপ নিয়ে আর খেলতে পারছি না, তখনই অবসরের সিদ্ধান্ত নিয়েছি,” বলেন সাকিব। “কিন্তু এখনও বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা আছে। আমি বিসিবি সভাপতি এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।”

তিনি স্পষ্ট করে বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তার একমাত্র আকাঙ্ক্ষা— দেশের হয়ে শেষবারের মতো মাঠে নামা। “১৮-২০ বছর যা করেছি, এখন তা বন্ধ হয়ে যাওয়া কি অসম্মানজনক নয়?” — এমন প্রশ্ন রেখেই নিজের হৃদয়ের কথা প্রকাশ করেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

সাকিবের এই বক্তব্যে যেমন ব্যক্তিগত কষ্টের ছাপ রয়েছে, তেমনই ফুটে উঠেছে দেশের প্রতি এক গভীর আবেগ ও দায়িত্ববোধ। এখন সময়ই বলে দেবে, তিনি শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরতে পারবেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *