free tracking

চরম দু:সংবাদ : কপাল পুড়লো কয়েক হাজার প্রবাসীর!

আসন্ন ঈদুল আজহার ছুটিতে কুয়েতে বসবাসরত অনেক প্রবাসী পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে ফেরার পরিকল্পনা করছেন। কিন্তু ঈদুল আজহার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের দুঃসংবাদ দিয়েছে। কুয়েত-ঢাকা-কুয়েত রুটে রাষ্ট্রীয় সংস্থাটি ফ্লাইট সংখ্যা কমিয়ে আনায় ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা।

জানা গেছে, আগামী ২৬ এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত সপ্তাহে কুয়েত-ঢাকা-কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলবে মাত্র তিনটি।

এতে বিমানের টিকিট সিন্ডিকেটের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়েছেন রেমিট্যান্স যোদ্ধারা। কুয়েত-ঢাকা-কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইনস।কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইনস সপ্তাহে ১৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছিল।

সংশ্লিষ্টদের মতে, কোরবানির ঈদের সময় বিমানের কুয়েত-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট না থাকায় ভোগান্তিতে পড়বেন কুয়েতপ্রবাসীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইট কমিয়ে আনায় আসন্ন ঈদুল আজহায় দেশে ফেরার জন্য বাধ্য হয়ে প্রবাসীরা অন্য এয়ারলাইনসের টিকিট কিনতে বাধ্য হচ্ছেন। এতে আর্থিক ক্ষতিসহ কুয়েতপ্রবাসীদের ভোগান্তি বেড়েছে ।ট্রাভেল এজেন্টরা জানান, মে-জুন মাসে ঈদ ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে। কিন্তু তখন বিমানের ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *