free tracking

ব্রাজিল তারকাকে আনচেলত্তির ধমক– ‘নাটক কম করো, ফুটবল খেলো’

পালেমাইরাস থেকে অনেক আশার ফানুস উড়িয়ে এন্ড্রিক যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। বয়স বিচারে পারফর্ম্যান্সটাও মন্দ করছেন না নেহায়েত। তবে কোচ কার্লো আনচেলত্তির মন ভরছে না তাতে। তিনি রীতিমতো ধমকই দিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে।

১৮ বছর বয়সী এন্ড্রিক হেতাফের বিপক্ষে প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলেন রিয়ালের শুরুর একাদশে। ম্যাচে তার দুটি গোলের সুযোগ ছিল। ৫৫তম মিনিটে দ্বিতীয় সুযোগটি আসে। সামনে শুধু গেটাফে গোলরক্ষক ডেভিড সোরিয়া। কিন্তু সেই সুযোগে এন্ড্রিক চিপ করে গোল দেওয়ার চেষ্টা করেন, যা সরাসরি গোলকিপারের হাতে গিয়ে পড়ে। এই ব্যর্থতায় অসন্তুষ্ট হন কোচ আনচেলত্তি।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘তার দুটি সুযোগ ছিল। প্রথমটায় সে ভালো করেছিল। কিন্তু দ্বিতীয়টায়, যদিও অফসাইড ছিল কিনা তা বোঝা যায়নি, ওর এমনটা করা উচিত হয়নি।’

এরপরই তিনি তাকে নাটক ছাড়তে পরামর্শ দেন। তিনি বলেন, ‘সে তরুণ, শেখার সময় তার। তবে যতটা ভালো সম্ভব, ততটাই জোরে শট নিতে হবে। নাটক করার দরকার নেই। ফুটবলে ‘ড্রামা ক্লাবের’ কোনো জায়গা নেই।’ এন্ড্রিক গোল করার বদলে সতীর্থ আর্দা গুলেরকে পাস দিলেই রিয়াল ২-০ গোলে এগিয়ে যেতে পারত। এর আগে গুলেরের গোলেই অবশ্য ম্যাচ জিতে রিয়াল।

৬৪তম মিনিটে এন্ড্রিককে মাঠ থেকে তুলে নিয়ে আনচেলত্তি তার জায়গায় জুড বেলিংহ্যামকে নামান। ২০২৪ সালের জুলাইয়ে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে স্থায়ী চুক্তিতে রিয়ালে যোগ দেন এন্ড্রিক। এরপর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে ৭টি গোল করেছেন তিনি।

লা লিগা টেবিলে এখন দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার থেকে তারা পিছিয়ে চার পয়েন্টে। মৌসুমের বাকি আছে আরও পাঁচটি ম্যাচ। সেভিয়ায় আগামী শনিবার কোপা দেল রের ফাইনালে বার্সার মুখোমুখি হবে রিয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *