free tracking

এইমাত্র পাওয়াঃ ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর

টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার দেলদুয়ারের ডুবাইল এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল আলম টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদের ছেলে।

পুলিশ ও মৃতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে এক জেলেকে সঙ্গে নিয়ে মাছের রেণু কিনতে মির্জাপুরের একটি হ্যাচারিতে যাচ্ছিলেন সাইফুল। তারা ডুবাইল এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা তিনজন তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাইফুল তাদের বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

দেলদুয়ার থানার ওসি মো. সোহেব খান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *