free tracking

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিককে গ্রেফতার!

ঢাকার ধামরাইয়ে পরকীয়ার জেরে অটোরিকশাচালক মোহাম্মদ আলীকে খুনের দায়ে স্ত্রী ও প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের বাড়ি উপজেলার বাটুলিয়াপাড়া গ্রামে।

শুক্রবার ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে এ হত্যার রহস্য উদঘাটনের কথা জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

পুলিশ জানায়, ২০ এপ্রিল বিকালে উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের চারতলায় নিয়ে মোহাম্মদ আলীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী জয়তুন ও প্রেমিক তোফাজ্জল মিয়া।

খবর পেয়ে পুলিশ সেই দিনই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়। এ হত্যার তদন্ত শেষে স্ত্রী জয়তুন ও প্রেমিক তোফাজ্জলকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার দুপুরে আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ। পরকীয়ার জেরে স্ত্রী ও প্রেমিক তাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *