সংস্কার ও নির্বাচন বিলম্বিত হলে দেশে আরও অস্থিতিশীলতা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির দুদিনব্যাপী সাংগঠনিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ আশঙ্কা করেন। পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অধিবেশনে সাধারণ সম্পাদকের রাজনৈতিক রিপোর্টের ওপর আলোচনা করেন দলের নেতারা।
সাইফুল হক বলেন, গণ-অভ্যুত্থানের ৮ মাস পার হলেও দেশের ভেতরে ও বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তিসহ বিভিন্ন অশুভ গোষ্ঠী সক্রিয় রয়েছে। ৫ আগস্টের পরিবর্তনকে এখনো তারা মেনে নিতে পারেনি। তাদের বাংলাদেশবিরোধী বহুমাত্রিক তৎপরতা অব্যাহত রয়েছে। সংস্কার ও নির্বাচন বিলম্বিত হলে দেশে আরও অস্থিতিশীলতা বেড়ে যেতে পারে, আমাদের সম্মিলিত অর্জনও বিনষ্ট হয়ে যেতে পারে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে জনপ্রতিনিধিত্বমূলক শক্তিশালী রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই।
সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার সাড়ে ৮ মাস পার হলেও এখনো অনাকাক্সিক্ষতভাবে জাতীয় নির্বাচন নিয়ে অস্পষ্টতা ও বিতর্ক দেখা যাচ্ছে। সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্ত থাকলে এই বছরের মধ্যেই, এমনকি ডিসেম্বরের আগেও দেশের মানুষের বহুল কাক্সিক্ষত জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।
উদ্বোধনী অধিবেশনের শুরুতে ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানের শহিদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুন, পার্টির কেন্দ্রীয় নেতা এপোলো জামালী, গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত ৬০ হাজার নারী-পুরুষ, শিশু, সম্প্রতি কাশ্মীরে নিহত পর্যটকসহ বিশ্বব্যাপী আগ্রাসন ও দখলদারিত্বের কারণে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়।
Leave a Reply