free tracking

কেন্দ্রীয় কৃষক লীগ নেতাসহ গ্রেফতার ৮!

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও আট সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতাররা হলো- ১. কামরাঙ্গীরচর থানার ৫৭নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহিদ (৪১), ২. বংশাল থানা ৩৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জিয়া মিয়া (৪৫), ৩. ২৮নং ওয়ার্ড শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুর রব পাটোয়ারী (৫০), ৪. ২৮নং ওয়ার্ড যুবলীগ, শেরে বাংলা নগর থানার সহসভাপতি মো. কবির হোসেন ওরফে পানি কবির (৩৫), ৫. ৪৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের ৪৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক প্রার্থী এম কে আজিম, ৬. মহানগর উত্তর তুরাগ থানা কৃষক লীগ নেতা মো. দেলোয়ার হোসেন (৪২), ৭. বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ (৪৩) ও ৮. বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের রামপুরা থানার সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটু (৪৫)।

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকা হতে শামীম আহমেদ শহিদকে এবং বিকাল সাড়ে ৫টার দিকে মো. জিয়া মিয়াকে গ্রেফতার করে ডিবির লালবাগ বিভাগ ।

ডিবি সূত্রে আরও জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মো. আব্দুর রব পাটোয়ারী ও মো. কবির হোসেন ওরফে পানি কবিরকে গ্রেফতার করে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার কলাপট্টি থেকে এম কে আজিমকে গ্রেফতার করেছে ডিবির ওয়ারী বিভাগ এবং রাত আনুমানিক পৌনে ১২টার দিকে তুরাগ থানা এলাকা থেকে মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে ডিবির উত্তরা বিভাগ।

অন্যদিকে শনিবার রাত পৌনে ১টার দিকে মুগদা এলাকা থেকে রায়হান আহমেদকে গ্রেফতার করে ডিবির ওয়ারী বিভাগের একটি টিম। একই দিন রাত আনুমানিক দেড়টার দিকে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকা থেকে মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটুকে গ্রেফতার করে ডিবির গুলশান বিভাগের অপর একটি টিম।

গ্রেফতারদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *