free tracking

‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার!

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। দু’দেশের মধ্যে যুদ্ধ বাধার আশঙ্কাও তৈরি হয়েছে। তবে পাকিস্তানের অনেক রাজনীতিবিদ পেহেলগাম হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ হামলা বলে অভিহিত করেছেন। অর্থাৎ, এ হামলার পেছনে ভারতকেই দায়ী করেছেন তারা।

এবার এ বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা। তিনি জানান, হামলার লক্ষণগুলো ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ হামলা হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ভিডিওতে এই ভারতীয় সেনা বলেন, ‘আমি অশোক কুমার, ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি; যা আমার বিবেককে তাড়া করছে। পেহেলগাম হামলা- জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়। হামলায় গোয়েন্দা তথ্যের ব্যর্থতা ও মিডিয়ার গল্প- এসব কিছু গভীর প্রশ্নের জন্ম দেয়।

আমার সৈনিক জীবনে আমি বহু অপারেশন দেখেছি কিন্তু এটা ছিল একেবারে ভিন্ন। এর লক্ষণগুলো ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়। এমন এক হামলা যা বাইরে থেকে ‘জঙ্গি’ হামলার মতো দেখায় কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করে। সবচেয়ে সত্য কথা হলো এই- আমাদের সৈনিক, আমাদের সিপাহি কয়েক ঘণ্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল কিন্তু তাদের উঠানোর জন্য কেউ আসেনি। কোনো মেডিকেল সাহায্য, কোনো কমান্ডো অফিসার আসেনি। এমন লাগছিল যেন, তা আগে থেকেই সাজানো ছিল। ’

অশোক কুমার আরও বলেন, ‘একজন সৈনিক হিসেবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা করা নয় বরং সত্যকেও রক্ষা করা। ধোঁকার সামনে চুপ থাকা দেশপ্রেম নয়। সত্য প্রকাশ হওয়া উচিত, তা যত কঠিনই হোক না কেন।’

তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও এবং অশোক কুমারের পরিচয়ের সত্যতা যাচাই করতে পারেনি যুগান্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *