free tracking

এইমাত্র পাওয়াঃ দাবি আদায়ে উত্তাল শাহবাগ!

পিএসসি সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ চত্বর ব্লকেড করেছে আন্দোলনকারীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের আশ্বাস যতক্ষণ না আমরা পাবো, ততক্ষণ আমরা ব্লকেড কর্মসূচি চালিয়ে যাবো।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭ টায় শাহবাগ ব্লকেড করে পিএসসি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় তারা ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘সংস্কার সংষ্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’সহ নানা স্লোগান দেয়।

আন্দোলনকারীদের হাতে ‘আর নয় চার বছরে, এবার হোক এক বছরে’, ‘জুলাইয়ের সরকার, ছাত্র কেন রাস্তায়’, ‘আবেদ গংয়ের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন’সহ নানা ধরনের ফেস্টুন দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিজ্ঞান বিভাগের নাইমা সেলিম বর্ণা বলেন, পিএসসির সংস্কার আসলে বিশাল একটি সংস্কার। ৪৪তম, ৪৫তম, ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের কথা পুরো দেশবাসী জানলেও তার কার্যত কোনো সমাধান সরকার করতে পারেনি। যা সরকারের দূর্বলতা। ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে যাদের দ্বারা প্রশ্নফাঁস হয়েছে, তাদের এখনো বিচার না হওয়ার মানে সেই গোষ্ঠীটি এখনো শক্তিশালী।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমি ৪৬তম বিসিএসে যার পাশে বসে লিখিত পরীক্ষা দিবো, কিভাবে জানবো যে সে প্রশ্ন পেয়ে পরীক্ষা দিচ্ছে। আমি মনে করি, প্রশাসন ৪৪তম, ৪৫তম বিসিএসের সুরাহা না করে ৪৬তম বিসিএসের পরীক্ষা নেওয়ার জন্য যে তাড়াহুড়া করছে তা মূলত বাড়াবাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *