free tracking

চরম দু:সংবাদ : হঠাৎ হু হু করে বাড়ছে তিস্তার পানি!

বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে বাংলাদেশ অংশের তিস্তা নদীতে পানি বেড়েছে। তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ১৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। রোববার (২৭ এপ্রিল) পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করে দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতিবান্ধায় অবস্থিত ডালিয়া ব্যারাজ কর্তৃপক্ষ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার (২৬ এপ্রিল) রাত থেকে রোববার বিকেল পর্যন্ত তিস্তা ব্যারেজ পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। রাতে তিস্তা অববাহিকায় ঝোড়ো হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলে পানি বেড়েছে। তবে এখনো ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

তিস্তাপাড়ের বাসিন্দা কৃষক ফজলে ইলাহী বলেন, ‌‘গতকাল রাতে ঝড়ের পর বেশ বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে তিস্তায় পানি বাড়ছে।’

লালমনিরহাট সদর উপজেলার হরিণচওড়ার কৃষক শফিয়ার রহমান বলেন, শনিবার দুপুরেও যেখানে তিস্তা ব্যারেজ ও তার আশপাশের এলাকায় ধূ-ধূ বালুচর ছিল, সেই তিস্তায় আজ সকাল থেকে পানি উঠতে শুরু করে। হঠাৎ পানি কিছুটা বাড়া ফসলে সেচ দিতে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।

ডালিয়া ব্যারাজ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢলে তিস্তার পানি সামান্য বেড়েছে। তবে এখনো পানি ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *