free tracking

আইপিএল ২০২৫: প্লে-অফের দৌড়ে কে কোথায়, ছিটকে গেছে তিন দল!

আইপিএলের ১৮তম আসরের রাউন্ড রবিন লিগ প্রায় শেষ পর্যায়ে। বেশিরভাগ দলই ১০টি করে ম্যাচ খেলেছে। তবে এরই মধ্যে তিনটি দলের বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ আর প্লে-অফে উঠতে পারবে না।

চেন্নাই সুপার কিংস ১০ ম্যাচে মাত্র দুটি জয় পেয়ে মাত্র ৪ পয়েন্ট অর্জন করেছে। এমনকি বাকি চার ম্যাচ জিতলেও সর্বোচ্চ পাবে ১২ পয়েন্ট, যা যথেষ্ট নয়। একইভাবে রাজস্থান রয়্যালসও ১১ ম্যাচে মাত্র ৩টি জয় পেয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে। তারা বাকি ম্যাচগুলো জিতলেও প্লে-অফে উঠার সম্ভাবনা নেই। সানরাইজার্স হায়দরাবাদেরও বিদায় প্রায় নিশ্চিত। তারা ১০ ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে। যদিও ১৪ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু বর্তমান পারফরম্যান্সে তাদের সম্ভাবনা খুবই ক্ষীণ।

এদিকে শীর্ষ চারে জায়গা করে নিতে লড়ছে সাতটি দল। মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রয়েছে শীর্ষে। তিন দলই ১৪ পয়েন্ট করে পেয়েছে। পাঞ্জাব কিংস ১৩ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। দিল্লি ক্যাপিটালস ১২ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে আছে, বাকি চার ম্যাচে ভালো করলে তারা নিশ্চিত করতে পারে সেরা চার।

লখনৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সও আছে দৌড়ে। লখনৌয়ের ১০ পয়েন্ট আর কেকেআরের ৯ পয়েন্ট থাকলেও, তাদের বাকি ম্যাচগুলো কার্যত নকআউটের মতো। জিততেই হবে টিকে থাকার জন্য।

বর্তমানে পয়েন্ট তালিকায় মুম্বাই, গুজরাট ও বেঙ্গালুরু সেরা তিনে, পাঞ্জাব চারে থাকলেও অবস্থান যেকোনো সময় বদলাতে পারে। শেষ পর্যন্ত কে যাবে প্লে-অফে, তা নির্ভর করছে বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর।

আপনি কোন দলের পক্ষে আছেন এবার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *