আজ শনিবার (৩ মে) দেশের সাতটি জেলা ঝড়ের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ওই সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষর করা সতর্কবার্তায় বলা হয়েছে, ঝড়ের সম্ভাব্য এলাকায় রয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলা। এসব জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ঝড় বা বজ্রবৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি এড়ানো যায়।
Leave a Reply