free tracking

রাফালকে ভূপাতিত করার ছবি নিয়ে চীনের বাহাদুরি, অপারেশন সিঁদুরকে কালিমালিপ্ত করা হচ্ছে অভিযোগ ভারতের!

ভারত ‘অপারেশন সিন্দুর’-এর নামে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী স্থাপনার ওপর চালানো ক্রুজ মিসাইল হামলা নিয়ে মিথ্যা তথ্য প্রচারের জন্য চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’-কে কঠোর ভাষায় তিরস্কার করেছে।

চীনে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি বিবৃতিতে জানায়, গ্লোবাল টাইমস পুরনো ভেঙে পড়া বিমান ছবিকে ব্যবহার করে অপারেশন সিন্দুর সংক্রান্ত ভারতের সুনির্দিষ্ট হামলার সঙ্গে ভুলভাবে জুড়ে দিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে। ওই অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদী ঘাঁটিতে ২৪টি লক্ষ্যভেদী মিসাইল হামলা চালায়।

ভারতীয় দূতাবাস এক্স (সাবেক টুইটার)-এ লিখেছে, “প্রিয় গ্লোবাল টাইমস, আমরা আপনাদের পরামর্শ দেব যে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের আগে আপনারা দয়া করে তথ্য যাচাই ও উৎস পর্যালোচনা করুন।” দূতাবাস আরও জানায়, বেশ কিছু প্রো-পাকিস্তান সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট অপারেশন সিন্দুর নিয়ে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।

দূতাবাসের ভাষায়, “যখন কোনো সংবাদমাধ্যম যথাযথ যাচাই ছাড়াই এমন তথ্য প্রচার করে, তখন তা সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্ববোধের গুরুতর ব্যর্থতা প্রকাশ করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *