free tracking

রাফালের শেয়ারের দাম কমেছে, বেড়েছে চীনের যুদ্ধবিমান জে-১৭ নির্মাতার!

বুধবার গভীর রাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে চালানো সামরিক অভিযানে ভারতের পাঁচটি যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। এ খবর প্রকাশিত হওয়ার পরপরই শেয়ারের দাম কমেছে যুদ্ধবিমান রাফালের ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান ডাসল্ট এভিয়েশনের। একইদিন দাম বেড়েছে চীনা যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফ্ট কর্পোরেশনের (সিএসি) শেয়ারের।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ব্যবহৃত যুদ্ধবিমান জে-১০ ও জেএফ-১৭ এর নির্মাতা প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফ্ট কর্পোরেশনের (সিএসি)।

গতকাল বুধবার শেনজেন স্টক মার্কেটে একদিনে সিএসির শেয়ারের দাম ১৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে এদিন ভারতের ব্যবহৃত অত্যাধুনিক রাফাল ফাইটার জেটের নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের ডাসল্ট এভিয়েশনের শেয়ারের দাম কমেছে। প্যারিস স্টক এক্সচেঞ্জে ডাসল্ট এভিয়েশনের শেয়ারের দাম ৫ দশমিক ৪০ ইউরো বা ১.৬৪ শতাংশ কমে যায়।

প্রসঙ্গত, বুধবার পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ৪৬ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। ভূপাতিত বিমানের মধ্যে তিনটি রাফাল জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান, এবং একটি ড্রোন রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকিও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *