free tracking

হারানো কুমারীত্ব ফিরে পাবার উপায় আবিস্কার!

মাত্র ৪০ মিনিটের একটি অপারেশনেই যে কোনো নারী তার কুমারীত্ব ফিরে পেতে পারেন বলে দাবি করেছেন ভারতের কলকাতার প্লাস্টিক সার্জনরা।

ওই চিকিৎসকরা জানিয়েছেন, ‘ভার্জিনিটি’ হারিয়ে ফেলা বলতে আমরা বুঝি, হাইমেন বা সতীচ্ছদ ছিঁড়ে যাওয়া। এই অপারেশনে যো’’নি’র এক ইঞ্চি ভিতরে হাইমেনের মত একটি পাতলা আবরণ তৈরি করে দেওয়া হয়। এইটি তাড়াতাড়ি শুকিয়েও যায় এবং কোনো ক্ষত চিহ্নও থাকে না।

শুধু অপারেশনের পরে কয়েক সপ্তাহ কোনো ধরনের শরীরচর্চা করার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকে।’ এছাড়া তারা বছরে প্রায় ৫০টি এই ধরনের অপারেশন করছেন। দেশের অন্যত্রও একই চিত্র। দাবি ওই সার্জনদের।

চিকিৎসকরা জানান, অনেক সময়ে শারীরিক পরিশ্রম, অতিরিক্ত শরীরচর্চা বা নাচের মতো কারণেও হাইমেন ছিঁড়ে যেতে পারে। যদিও এটি খুব জটিল অস্ত্রোপচার নয়, তবে বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জনকে দিয়েই এই অপারেশন করানো উচিত বলে মনে করেন চিকিৎসকরা। তবে একান্তই প্রয়োজন না হলে এই অস্ত্রোপচার না করাই ভালো বলেও পরামর্শ ওই চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *