free tracking

এক ডাকাতকে সরিয়ে অন্য ডাকাতকে দায়িত্ব দেয়া হয়েছে: প্রেস সচিব

শেয়ারবাজারে গত ১৫ বছরে ঘটে যাওয়া অব্যবস্থাপনা ও চরম দুর্নীতির পরিপ্রেক্ষিতে সরকার এবার কার্যকর সংস্কার চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেয়ারবাজার যেন আর ডাকাতদের আখড়া না হয়, সে ব্যাপারে সরকার এখন সতর্ক। এজন্যে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষা পায়।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেস সচিব। তিনি বলেন, “গত ১৫ বছরে শেয়ারবাজারে ভয়াবহ ডাকাতি হয়েছে, যার কোনো বিচার হয়নি। একজন ডাকাতকে সরিয়ে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেউই জবাবদিহিতার আওতায় আসেনি। এতে অনেক মানুষ নিঃস্ব হয়েছে।”

শেয়ারবাজার সংস্কারে চিফ এডভাইজার অত্যন্ত গুরুত্ব দিয়ে নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, “ভয়াবহ রকমের চামচামি হয়েছে গত ১৫ বছর। চিফ এডভাইজার কাল বলেছেন যেন ‘মিনিংফুল রিফর্ম’ হয়। এমন কিছু নয় যেন একজন ডাকাতকে সরিয়ে আরেক ডাকাতকে আনা হলো, যিনি শুরুতে কিছু ভালো কাজ দেখিয়ে বাজারে স্বস্তি ফেরালেন, কিন্তু কয়েক মাস পরেই আবার সেই দুর্নীতির চক্রে বাজার ধসে পড়ল।”

তিনি আরও বলেন, “এখন সরকার এমন ব্যবস্থা নিচ্ছে যাতে শেয়ারবাজার আর ডাকাতদের আড্ডাখানায় পরিণত না হয়। বাস্তব সংস্কার এবং কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে ক্লিনআপের উদ্যোগ নেওয়া হয়েছে।”

সূত্র: https://www.youtube.com/watch?v=fhiEQUQ2JQo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *