free tracking

যে গানে একাত্তর নেই, মুক্তিযুদ্ধের চেতনা নেই, সে গান আমাদের জাতীয় সংগীত হয় কীভাবে : আমান আজমী

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমীর জাতীয় সংগীত ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন, যা ঘিরে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি দাবি করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবি ঠাকুর ছিলেন ঢাকায় হওয়ার বিপক্ষে” এবং “ইংরেজ বিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথকে পাওয়া যায়নি, সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সামনের সারিতে।”

স্ট্যাটাসে আরও লেখা হয়, “২৪-এর জুলাইয়ে নজরুল ছিলেন। ‘কারার ওই লৌহ কপাট’, ‘চল চল চল’ সহ বহু গান ও কবিতায় নজরুল সেই সময়ে জাতিকে অনুপ্রাণিত করেছেন। অথচ, পুরো জুলাই মাসে রবীন্দ্রনাথের কোনো কবিতা বা গান মানুষের অনুপ্রেরণায় ভূমিকা রাখেনি।”

সবচেয়ে আলোচিত অংশে আজমীর প্রশ্ন তোলেন: “যে গানে একাত্তর নেই, মুক্তিযুদ্ধের চেতনার কথা নেই, সে গানটা আমাদের জাতীয় সংগীত হয় কীভাবে?”

আজমীরের এই মন্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ একে ইতিহাস বিকৃতি ও জাতির বিভাজন সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন, আবার অনেকে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *