free tracking

রেকর্ড ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিল দিল্লি!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল খুঁজে না পেলেও আসরের মাঝপথে ৬ কোটি রুপি খরচ করে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।

আজ বুধবার (১৪ মে) এক ফেসবুক পোস্টে মুস্তাফিজকে দলে নেওয়ার তথ্য জানিয়েছে দিল্লির এই ফ্র্যাঞ্চাইজিটি।

এ ছাড়া আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে মুস্তাফিজের মূল্যমান দেখানো হয়েছে ৬ কোটি রুপি।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজই এখন সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার।

এর আগে এত দাম দিয়ে বাংলাদেশি খেলোয়াড়দের দলে ভেড়ায়নি আইপিএলের কোনো দল। সর্বশেষ ২০০৯ সালে মাশরাফি বিন মর্তুজাকে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল ছয় লাখ ডলার বা চার কোটি বাংলাদেশি টাকায়।
সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে নিরাপত্তাজনিত কারণে বাকি বিদেশি ক্রিকেটারদের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান ওপেনার জেক-ফ্রেজার ম্যাকগার্কও ভারত ছাড়েন। বাকি মৌসুমের জন্য আর ভারতে ফিরছেন না এই ব্যাটার।

তার পরিবর্তেই আইপিএলের বাকি অংশের জন্য মুস্তাফিজকে দলে টেনেছে দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *