free tracking

মুস্তাফিজের পর দল পেলো সাকিব!

শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জায়গা করে নিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও টুর্নামেন্টের ড্রাফটে নাম থাকলেও শুরুতে তাকে কেউ দলে নেয়নি। তবে আসরের মাঝপথে লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে এই অভিজ্ঞ টাইগার ক্রিকেটারকে। লাহোর এখনো আনুষ্ঠানিকভাবে সাকিবের অন্তর্ভুক্তির ঘোষণা না দিলেও, ঢাকাভিত্তিক একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

পিএসএলের অভিজ্ঞতা সাকিবের জন্য নতুন নয়। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক হয় তার। এরপর পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন তিনি। পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১৮১ রান এবং বল হাতে ৮টি উইকেট নিয়েছেন সাকিব। তার ব্যাটিং গড় ১৬.৩৬ এবং স্ট্রাইক রেট ১০৭.১৪। বল হাতে ৭.৩৯ ইকোনমিতে বোলিং করেছেন তিনি। যদিও পরিসংখ্যান খুব একটা উজ্জ্বল নয়, তবে অভিজ্ঞতা ও পরিস্থিতি অনুযায়ী খেলার দক্ষতার কারণে সাকিবকে আবারও ভরসা করেছে লাহোর।

ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে পিএসএলের চলতি আসর কিছুদিনের জন্য স্থগিত ছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াচ্ছে এই প্রতিযোগিতা। পরিবর্তিত সূচিতে অনেক বিদেশি ক্রিকেটার আসতে না পারায় দলগুলো নতুন করে খেলোয়াড় দলে টানছে। এ সুযোগেই সাকিবকে ফেরালো লাহোর কালান্দার্স।

সাকিবের জাতীয় দলে না থাকা ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও, তার মতো অভিজ্ঞ একজন ক্রিকেটার যে কোনো দলের জন্যই সম্পদ। ব্যাটে-বলে ভারসাম্য আনতে ও গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ ঘোরাতে পারেন তিনি। তাই অনেকেই মনে করছেন, লাহোর কালান্দার্সের এই সিদ্ধান্ত যথার্থ এবং সময়োপযোগী। সাকিবের পিএসএলে প্রত্যাবর্তনে তার ভক্তরাও দারুণ উচ্ছ্বসিত। অনেকেই বলছেন, এখনো অনেক কিছু দেওয়ার আছে সাকিবের, শুধু দরকার একটা ভালো মঞ্চ—যেমনটা এবার পেলেন পিএসএলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *