মুস্তাফিজুর রহমানের আইপিএলে দল পাওয়ার ব্যাপারে নাকি কিছুই জানে না বিসিবি। অন্যদিকে মুস্তাফিজকে সাইনিংয়ের চূড়ান্ত ঘোষণা দিয়ে বসেছে দিল্লী ক্যাপিটালস। সেই ঘোষণা যখন এসেছে, মুস্তাফিজ তখন জাতীয় দলের সাথে গিয়েছেন আরব আমিরাত সফরে। সামনে আবার পাকিস্তান সফর। এনওসি কি পাবেন?
সেই প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতে। সেই সময় হতে পারে বৃহস্পতিবারই (১৫ মে)। বিডিক্রিকটাইমকে মুস্তাফিজের সূত্র জানিয়েছে, ইতোমধ্যে আইপিএলের জন্য তার এনওসি চেয়ে আবেদন করা হয়েছে। আজই জানা যেতে পারে সিদ্ধান্ত।
আইপিএল শুরুর আগে জানা গিয়েছিল, এবার কোনো ক্রিকেটার দল পেলে তাকে এনওসি দিতে প্রস্তুত বোর্ড। আরেক তারকা পেসার তাসকিন আহমেদকে বিকল্প ভাবনায় প্রস্তুত থাকার জন্য বলেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। সে ব্যাপারে তাসকিন গণমাধ্যমকে বলেছিলেন, ‘লক্ষ্ণৌ যোগাযোগ করেছিল। জানতে চেয়েছিল ফিট আছি কিনা, অ্যাভেইলেবল আছি কিনা। যদি প্রয়োজন হয় তো এনওসির ব্যাপারটা কি হবে। তো আমি আশাবাদি এবার ওরা ডাকলে এনওসি পাবো।’
তাসকিন আরও বলেছিলেন, ‘ওদের যদি কেউ ইঞ্জুরিতে পড়ে তাহলে ডাক আসতে পারে। যদি ডাক পাই আশা করি এ বছর এনওসি নিয়ে কারও সমস্যা হবে না। আমরা বোর্ডের সাথে এ ব্যাপারে কথা বলে রেখেছি।’
শেষপর্যন্ত তাসকিন নিজেই পড়েন ইঞ্জুরিতে, স্বাভাবিকভাবেই তার আর ডাক আসেনি। তবে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লী ডেকেছে মুস্তাফিজকে। দেখার বিষয়, মুস্তাফিজ এনওসি পান কি না।
Leave a Reply