দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩৪ রানের দারুণ জয় পায় স্বাগতিক বাংলাদেশ। ফলে সিরিজ শেষ হয় ২-১ ব্যবধানে বাংলাদেশের পক্ষে।
সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিলেও দ্বিতীয় ম্যাচে হেরে সমতায় ফিরেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নেয় অঘোষিত ফাইনালে। টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। ব্যাটিং বিপর্যয়ে পড়ে এক সময় ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি।
ব্যাট হাতে দলকে টেনে তোলেন মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসান। দু’জনের ৮৪ রানের গুরুত্বপূর্ণ জুটিতেই ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২৫ রান। রাকিবুল ৪২ রান করে ফিরে গেলেও অর্ধ-শতক পূর্ণ করেন রাব্বি, যিনি খেলেন ৫৮ রানের কার্যকর ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। টাইগার স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারায় তারা। বিশেষ করে রাকিবুল হাসান ৪ উইকেট, আর রাব্বি ও ওয়াসি মিলে জোড়া উইকেট নিয়ে ভেঙে দেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন তায়ান ভ্যান বোরেন।
শেষ পর্যন্ত ১৯১ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস, আর ৩৪ রানের জয়ে উল্লাসে মাতে বাংলাদেশ ইমার্জিং দল।
এই সিরিজ জয় তরুণ টাইগারদের আত্মবিশ্বাস যেমন বাড়াবে, তেমনি ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নেওয়ার পথেও সাহায্য করবে বলে মনে করছেন বিশ্লেষকরা
Leave a Reply