স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সীমান্তে ভারতের ‘পুশইন’ (জোর করে বাংলাদেশিদের ফেরত পাঠানো) প্রক্রিয়াকে বাংলাদেশ সরকার কোনো ‘উসকানি’ হিসেবে দেখছে না।
শনিবার (১৭ মে) সকালে সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নবনির্মিত বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “আমরা ভারতের পুশইনকে কোনো উসকানি হিসেবে দেখছি না। বরং বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদেরও যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠানোর নীতিতে আমরা অটল।”
তিনি আরও জানান, “ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ভারত সরকারকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে— যেন পুশইনের পরিবর্তে কূটনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়।”
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, “পুশইনের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসীদের বাংলাদেশে প্রবেশের ঝুঁকি রয়েছে। আমরা এই অপতৎপরতা প্রতিহত করতে সতর্ক রয়েছি এবং আশাবাদী, সফল হব।”
সুন্দরবনের দুর্গম জলপথে সীমান্ত পর্যবেক্ষণের জন্য নির্মিত এই ভাসমান বিওপি (Floating BOP) থেকে নদী ও চোরাচালান-প্রবণ সীমান্ত এলাকাগুলোর ওপর নজরদারি সহজ হবে। এটি সীমান্ত নিরাপত্তায় একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে বিজিবি।
Leave a Reply