free tracking

একই বিছানায় দুই স্ত্রী নিয়ে ঘুমানো কি ইসলামসম্মত? জেনে নিন

ইসলামে একাধিক বিবাহের অনুমতি থাকলেও, স্বামীকে প্রতিটি স্ত্রীর সঙ্গে সমান ও ন্যায়সঙ্গত আচরণের বিষয়ে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই জানতে চান—একই রুমে বা একই বিছানায় দুই স্ত্রীকে নিয়ে ঘুমানো কি শরিয়তের দৃষ্টিতে বৈধ?

ধর্মীয় বিশ্লেষণে বলা হয়, তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ হলে এটি অনুমোদনযোগ্য হতে পারে:

১. স্ত্রীদের সম্মতি: একাধিক স্ত্রী একসঙ্গে একই রুমে থাকার ব্যাপারে সকল স্ত্রীর সম্মতি আবশ্যক। যদি কোনো একজন স্ত্রী এতে আপত্তি করেন, তাহলে তাদের একসঙ্গে ঘুমানো শরিয়তসম্মত হবে না। এতে হিংসা, অপমান বা পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।

২. লজ্জাস্থান ও পর্দার আদব: ইসলামে পর্দা ও শালীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক স্ত্রীর সামনে অন্য স্ত্রীর শরীর অনাবৃত হওয়া বা বৈবাহিক সম্পর্কের প্রকাশ নিষিদ্ধ। এমন অবস্থায় উভয়েই গুনাহের মধ্যে পড়তে পারেন।

৩. আলাদা শয্যা-সামগ্রী ও দূরত্ব: একই বিছানায় ঘুমানোর প্রয়োজন হলে, প্রত্যেক স্ত্রীর জন্য আলাদা কম্বল বা চাদর থাকা উচিত এবং মাঝখানে শারীরিক দূরত্ব রাখা জরুরি। এতে পারস্পরিক সম্মান বজায় থাকে।

হাদিস অনুযায়ী, নারীদের ক্ষেত্রেও ‘সতর’ রক্ষা বাধ্যতামূলক। এক নারীর সামনে অন্য নারীর শরীর অনাবৃত রাখা ইসলামি আদবের পরিপন্থী।

ইসলাম নারী ও পুরুষ সবার জন্য পর্দা ও শালীনতার গুরুত্ব সমভাবে বিবেচনা করে। এসব বিষয় যথাযথভাবে মানা না হলে পারিবারিক সম্পর্ক ও ইবাদতে অশান্তি ও ফিতনার আশঙ্কা তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *