free tracking

নুসরাত ফারিয়াকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পিনাকী!

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া।’ সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।

পিনাকী ভট্টাচার্য তার পোস্টে বলেন, নুসরাত ফারিয়া বলেছিলেন তিনি হাসিনা হয়ে উঠতে চান। সব বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা আছে।

তার বক্তব্য নিয়ে মিডিয়ায় সেই সময়ের নিউজ এমন—মনে-প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি। এমনকি শেখ হাসিনার মতো হতে চান। এ অভিনেত্রী বলেছিলেন, ‘শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় নাও করি, তাতে আফসোস থাকবে না।’

তিনি বলেন, এ‘টা অভিনেত্রীর বয়ান নয়।

এটা তার পর্দা ইমেজকে একজন ফ্যাসিস্টের পদতলে অর্ঘ্য দেওয়া।’
তিনি আরো বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। একজন ফ্যাসিস্ট এনেবেলারকে গ্রেপ্তার করা প্রফেসর ইউনূসের সরকারের জন্য জরুরি কাজ। তার কাছে থেকে ফ্যাসিস্ট জমানার অনেক কিছু জানার আছে।

আর একজন হাসিনা হয়ে উঠতে চাওয়াটা অপরাধ তো বটেই। তার মানসিক চিকিৎসা করাও জরুরি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *