আগামী ১ জুলাই ২০২৫ থেকে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন হারে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন। বাজেট ঘোষণাকে কেন্দ্র করে অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডের কর্মীরা পাবেন ১৫% হারে, এবং দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা পাবেন ২০% হারে মহার্ঘ ভাতা।
একজন সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করেছেন, এই সিদ্ধান্তে আগামী বাজেটেই এটি কার্যকর হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের ক্রয়ক্ষমতা রক্ষা এবং জীবনমান বজায় রাখতে এই প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে।
তবে নতুন ভাতা চালুর সঙ্গে সঙ্গেই ২০২৩-২৪ অর্থবছরে চালু হওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল করা হবে। অর্থাৎ, কর্মীরা পাবেন বার্ষিক ৫% ইনক্রিমেন্টের পাশাপাশি নতুন হারে মহার্ঘ ভাতা, তবে আলাদা কোনো প্রণোদনা থাকবে না।
এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৭ হাজার কোটি টাকা। এর ফলে, চলতি অর্থবছরের বেতন-ভাতা খাতে বরাদ্দ ৮২,৯৯০ কোটি টাকা থেকে বেড়ে গিয়ে ৯৬ হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।
উল্লেখযোগ্যভাবে, হাসিনা সরকারের পতনের পর মূল্যস্ফীতির চাপে কর্মচারীদের দুরবস্থা লাঘবে গঠিত একটি কমিটি প্রথমে জানুয়ারি থেকেই এই ভাতা কার্যকর করার সুপারিশ করে। যদিও তখন অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিষয়টি স্থগিত ছিল।
আগামী বাজেটে সরকারি কর্মচারীদের দাবি কিছুটা হলেও পূরণ হতে যাচ্ছে। তবে পূর্ববর্তী সরকারের আমলে যারা পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন কিংবা অবসর গ্রহণ করেছিলেন, তারা এখনো বৈষম্যের অভিযোগ করছেন।
Leave a Reply