free tracking

নিঝুম মজুমদারঃ “পরিমনীর সাথে সিয়ামের শা’রী’রি’ক সম্পর্কের নিশ্চিত তথ্য পাই ২০২২-এ”

পরিমনীর সাথে সিয়ামের শারিরীক সম্পর্কের নিশ্চিত তথ্য পাই ২০২২-এ। এক সাংবাদিক এটা আনেবানে লিখে বসে বলে মন্তব্য করেছেন নিঝুম মজুমদার।

২০ মে নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন নিঝুম।

নিঝুম মজুমদারের ফেসবুক পোস্ট জনকণ্ঠের পাঠকদের জন্য হুবহ তুলে ধরা হল।

পরিমনীর সাথে সিয়ামের শারিরীক সম্পর্কের নিশ্চিত তথ্য পাই ২০২২-এ। এক সাংবাদিক এটা আনেবানে লিখে বসে। এই ৫ ফুটি ভুয়া হিরো ভয়ে প্যান্টে নিশো, অপূর্ব, মাহজাবিন, লীনা আপা একসাথে বসি। কি করা যায় ভাবি। এই নিয়ে চারিদিকে তোলপাড় অবস্থা।

এইদিকে আরো দুইজনের সাথে তার সম্পর্কের নিশ্চিত তথ্য পাই। একদিকে আইনের ছাত্র, খালেদ স্যারের স্টুডেন্ট অন্যদিকে বিব্রতকর অবস্থায় যাতে না পড়ে তাই সাহায্যের হাত বাড়িয়ে দেই ছোট ভাই ভেবে। আমি তাকে লিখে দেই ফেসবুকে কি লিখতে হবে। ধামাচাপা দেই। সব ভুলে এখন আমাদের পেছনে লেগেছে। আমাদের নেতাদের কেন গ্রেফতার করা হচ্ছেনা সেটা নিয়ে সে আজ সরব। নিমকহারাম আর বেঈমান দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। ভালো হয়ে যাও সিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *